কুড়িগ্রাম রৌমারী উপজেলার সীমান্ত এলাকা মোল্লার চর থেকে প্রায় ৪’শ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো আটক করা হয়। মোল্লার চর বিজিবি ক্যাম্পের হাবিলদার সহিদুল হকের নেতৃত্বে চলে এ অভিযান।
৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানী কমান্ডার রেজাউল ইসলাম বলেন, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে রৌমারী থানায় একটি জিডি করা হয়েছে।