কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডে গণমাধ্যমের ভূমিকার বিরুদ্ধে নিউ ইয়র্কে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকায় আফ্রিকান বংশোদ্ভূতদের ওপর পুলিশের বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডে দেশটির গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্ক শহরে বিক্ষোভকারীরা এ অভিযোগ করেছেন। ফারগুসনে মার্কিন পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ তরুন মাইকেল ব্রাউন এবং স্টেলেন আইল্যান্ডে এরিক গার্নার নিহত হওয়ার পর থেকেই নিউইয়র্ক শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কৃষ্ণাঙ্গদের ওপর মার্কিন পুলিশের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। সম্প্রতি মিসৌরির এক গ্রান্ড জুরি যুক্তরাষ্ট্রের ফারগুসন শহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দিয়েছে। এর ফলে আমেরিকার মিসৌরিসহ বিভিন্ন শহরেও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। হত্যা সম্পর্কে পুলিশের পক্ষ নেয়ায় এবং বিভ্রান্তিকর খবর প্রচার করায় গত শুক্রবার  নিউইয়র্ক পোষ্ট এবং ফক্স টেলিভিশনের বিরুদ্ধে বিক্ষোভাকারীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

গণমাধ্যমগুলোকে বয়কট করার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেছেন, নিউইয়র্ক পোষ্ট মিথ্যাচার করছে এবং মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিকদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Comments (0)
Add Comment