কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তাদের একদিনের মাইনা কাটা হবে -মোতাহার হোসেন এমপি

হাতীবান্ধা  সংবাদদাতা:  কোনদিন কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের একদিনের মাইনা কাটা হবে । প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ঝরেপড়া রোধ কল্পে করণীয় নির্ধারণে শিক্ষক, কর্মকর্তা ও এসএমসির সভাপতিদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি এসব কথা বলেন । তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষার গুণগত মানন্নোয়ন ও ঝরেপড়া রোধে সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, সমাপনী পরীক্ষা গ্রহণ, মিডডে মিল চালুসহ সকল ব্যবস্থা গ্রহণ করেছে । তারপরও শিক্ষকরা যদি চাকুরিতে অবহেলা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । এখন থেকে কোন অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না । শিক্ষক, কর্মকর্তা ও এসএমসি সভাপতিদেরকেকে সর্ব প্রকার অনিয়ম দুনীতির উর্ধ্বে থাকতে হবে বলেন কঠোর হুশিয়ারী জানান।

গত শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় অডিটোরিয়াম হলে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, ইউএনও মাহবুবুর রহমান, শিক্ষা কমিটির সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও মাকতুফা ওয়াসিম বেলী । স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান । এসএমসির সভাপকিদের মধ্যে বাবু কেশব চন্দ্র সিংহ, প্রধান শিক্ষকদের মধ্যে নূরন্নবী, ইউনুস আলী,সফিযার রহমান প্রমুখ ।

Comments (0)
Add Comment