কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হয়েছেন কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা কমোডর (অব.) এম সফিক-উর-রহমান।
বুধবার রাত ১০ টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে দুদকের পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্র জানায়, প্রায় ১১ হাজার মেট্রিক টন গম বিক্রি করে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন বুরো তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলাটির তদন্ত শেষে দুদক চার্জশিট প্রদান করে। আদালতের গ্রেফতারি পরোয়ানায় বুধবার রাতে তার বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Comments (0)
Add Comment