চট্টগ্রাম ব্যুরো:
মৎস্য সম্পদ সংরক্ষণে কঠোর অবস্থানে থাকা বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ দিনব্যাপী পরিচালিত অভিযানে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রামের কমলনগর, সন্দ্বীপ ও ভাটিয়ারী এবং কক্সবাজারের মহেশখালী ও নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ লক্ষ ১০ হাজার মিটার চরঘেরা জাল, ৩৩টি বেহুন্দি জাল ও ১ লক্ষ ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।