ক্যামেরুনের ৮০ নাগরিককে অপহরণ করেছে বোকো হারাম

2014113019373653734_20আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম ক্যামেরুনের ৮০ নাগরিককে অপহরণ করেছে। রোববার নাইজেরিয়ার সীমান্ত সংলগ্ন ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় একটি গ্রামে হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। এ সময় অর্ধশতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়ার পাশাপাশি নারী ও শিশু সহ কমপক্ষে ৮০ জনকে অপহরণ করে তারা। ক্যামেরুন সরকারের মুখপাত্র ইসা চিরোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন। এতদিন নাইজেরিয়ার পূর্ব ও উত্তরাঞ্চলীয় এলাকায় নিজেদের অপতৎপরতা সীমাবদ্ধ রাখলেও গত বছর থেকে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে হামলা চালানো শুরু করেছে বোকো হারাম জঙ্গিরা। সাম্প্রতিক সময়ে ক্যামেরুনের মাটিতে এটিই সবচেয়ে বড় অপহরণের ঘটনা বলে জানিয়েছে ক্যামেরুন সরকার। দেশটির সামরিক সূত্র জানিয়েছে অপহৃতদের মধ্যে রয়েছে অর্ধশতাধিক নারী ও শিশু।

Comments (0)
Add Comment