খুলনা প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিএনপি ও জামায়াত-শিবিরের ৩ জনসহ মোট ২১ জনকে আটক করেছে।
গত শুক্রবার সন্ধ্যা থেকে গত কাল সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে, বিভিন্ন অপরাধে নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং বিএনপি ও শিবিরের সন্দেহভাজন ৩ জন রয়েছেন।
এছাড়া, অভিযানে আড়ংঘাটা থানা এলাকা থেকে ২টি পাইপ গান, ২টি ককটেল, ৬টি গুলি এবং খুলনা সদর থানা এলাকা থেকে ১টি রাম দা ও ৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।