খুলনায় হেযবুত তওহীদের উদ্যোগে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত

মেজবাউল ইসলাম

দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছে দেশী বিদেশী চক্র । এ থেকে বাঁচার উপায় হল চক্রান্ত সম্পর্কে সজাগ হওয়া ও জনগণের ঐক্যবদ্ধতা । সকল প্রকার অন্যায়, সন্ত্রাস, জঙ্গিবাদ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে খুলনায় পথসভা করেছে হেযবুত তওহীদ ।
গতকাল বৃহস্পতিবার খুলনার খালিশপুরস্থ হিজলার মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে হেজবুত তাওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মাদ সেলিমের ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয় । সচেতনতা মুলক প্রচার পত্র বন্টন করা হয় ।
সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য মশিউর রহমান । তিনি বলেন জঙ্গিবাদ ধর্মব্যবসায়ী ও পশ্চিমা ষড়যন্ত্রের যোগফল । দেশকে নিরাপদ রাখা ঈমানী দায়িত্ব । তাই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক থাকতে হবে । তিনি আরও বলেন এক মাত্র ধর্মের সঠিক প্রয়োগই পারে আমাদের সকাল প্রকার অপরাধ দুর করে শান্তির সমাজ গড়তে ।
সঞ্চালনায় ছিলেন রবিউল ইসলাম ।

Comments (0)
Add Comment