‘গন্তব্য নিরুদ্দেশ’ দিনার-বিজরী’র

বিনোদন ডেস্ক:
বিয়ের পর সময় পেলেই দেশের বাইরে বেড়াতে যান জনপ্রিয় নাট্যদম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। সর্বশেষ তারা দু’জন ঈদ উল আজহায় দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন। তবে নতুন বছরের শুরুটাও এবার অন্যরকম হচ্ছে তাদের দু’জনের। গত কাল থেকে শুরু হলো নতুন বছর। নতুন বছরে দিনার বিজরী তার ভক্ত দর্শককে শুভ কামনা জানিয়ে জানান দিলেন আসছে ৪ জানুয়ারি একটি ধারাবাহিক নাটকের শ্যুটিং-এ অংশ নিতে ব্যাংকক যাবেন তারা দু’জন রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘গন্তব্য নিরুদ্দেশ’ নাটকে কাজ করার উদ্দেশ্যে তারা দু’জন ৪ জানুয়ারি সকাল আটটার ফ্লাইটে ব্যাংকক যাবেন। ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিক নাটকটির রচয়িতা পান্থ শাহরিয়ার। তবে পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান তার নির্মিতব্য নতুন এই ধারাবাহিক নাটকে দিনারের বিপরীতে বিজরী অভিনয় করছেন না। দিনারের বিপরীতে অভিনয় করবেন নাদিয়া এবং বিজরী বরকতউল্লাহর বিপরীতে অভিনয় করবেন সঙ্গীতশিল্পী পার্থ বড়–য়া। নতুন ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘পান্থ শাহরিয়ারের লেখা গল্প সবসময়ই অনেক ভালো হয়। ‘গন্তব্য নিরুদ্দেশ’ নাটকটিরও গল্প অনেক চমৎকার। আমার চরিত্রে অনেক ভিন্নতা আছে, আছে নতুনত্ব। আশা করি ভালো একটি কাজ হবে। ‘বিজরী বরকতউল্লাহ বলেন, ‘দেশের বাইরে কাজ করার পাশাপাশি ভালো ইউটিন হলে সময়টাকেও বেশ উপভোগ করা যায়। আমরা বেশ ক’জন এবার একসঙ্গে যাচ্ছি ব্যাংককে। আশা করছি অনেক ভালো একটি কাজ হবে। সেই সাথে সময়টাও ভালো কাটবে।’ পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান প্রায় ১৬ থেকে ২০ দিন ব্যাংককে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং হবে। তবে কবে থেকে কোন চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে সে বিষয়ে এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। দিনার ও বিজরী সর্বশেষ পিকলু পরিচালিত ‘প্লাষ্টিক কার্ড’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন যা গত ১৯ নভেম্বর চ্যানেল আইতে প্রচার হয়। ইন্তেখাব দিনার অভিনীত ধারাবাহিক নাটক আফসানা মিমি পরিচালিত ‘সাতটি তারার তিমির’ এটিএন বাংলায় , রহমতুল্লাহ তুহিন পরিচালিত’ক্ষণিকালয়’ মাছরাঙ্গায়, নিয়াজ মাহবুব পরিচালিত ‘কালো মখমল’ বাংলা ভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এছাড়া গত বিজয় দিবসে মোন্তাসির বিপনের নির্দেশনায় ‘ডেডলাইন ঃ ১৯৭১’ ও সাগর জাহানের ‘রহমান গায়েন’ দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হয়। দুটি নাটকেই দিনার পাকিস্তানি আর্মি অফিসার চরিত্রে অভিনয় করেছেন। দুটি নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। অন্যদিকে বিজরী বরকতউল্লাহ অভিনীত ধারাবাহিক নাটক তাহের শিপন পরিচালিত ‘ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো’ চ্যানেলে আইতে এবং ফয়সাল রাজীব পরিচালিত ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নিয়মিতভাবে বাংলা ভিশনে প্রচার হচ্ছে।

Comments (0)
Add Comment