গন্তব্য মালয়েশিয়া , দালালসহ আটক ১৯

বান্দারবান প্রতিনিধি:
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বান্দারবানের জঙ্গল থেকে দালালসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালির একটি রাবার বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করে হয়। গতকাল সকালে তাদের লামা থানায় নিয়ে আসা হয়েছে। লামা থানার ওসি শাহজ্বাহান খান জানিয়েছেন, কক্সবাজাবার থেকে ওই ১৮ জনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে শুক্রবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালীর আনিসুর রহমানের রাবার বাগানে আনা হয়। স্থানীয় লোকজন তাদের ডাকাত সন্দেহে পুলিশে খবর দিলে রাতেই সেখানে পুলিশ পৌঁছে দালাল আব্দুর রহমানসহ ১৯ জনকে আটক করা হয়। আকটদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রংপুর, চাপাইনবাবগঞ্জ ও সিলেট বলে জানা গেছে। আটকরা জানিয়েছে, মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা নেয়া হয়েছে।

Comments (0)
Add Comment