স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া স্লুইজ গেটে সমির কবিরাজের স্ত্রী দিপালী রানী প্রতিদিনের ন্যায় স্নান করতে গেলে আমাবশ্যার জোঁর প্রভাবে পানির স্রোতে ভাসিয়ে স্লুইজ গেটের ভেতর মাছ ধরার জালে পেঁচিয়ে তার করুন মৃত্যু হয়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর না পেয়ে সন্দেহ হলে জালের ভেতর দিপালীর মরদেহ দেখতে পায় এবং গলাচিপা থানায় খবর দেয়। জানা গেছে, মাত্র এক বছর পূর্বে সমির কবিরাজের সাথে দিপালী রানীর বিবাহ হয়।
গলাচিপার থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সুদেব হাওলাদার জানান, এ ব্যাপারে আলমগীর আকন ও সামসু মাঝির বিরুদ্ধে মামলা হয়েছে। মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।