নজরুল ইসলাম, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের লোগো উম্মোচন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলীর সভাপতিত্বে টুর্ণামেন্টের লোগো উম্মোচন করেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান মু.সামসুজ্জামান লিকন, সাবেক উপজেলা চেয়ারম্যান মু.হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা টিটো, ক্রীড়া সম্পাদক ও বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের কমিটির সভাপতি সাইদুল রহমান মোল্লা প্রমুখ।