গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে কারা আগুন লাগিয়েছে এবং এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এই ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
একই সঙ্গে স্বপন মুর্মু ও থমাস হেমব্রমের করা মামলা পিবিআইকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন লাগার ঘটনা ঘটে। রংপুর সুগার মিলের ইক্ষু মাড়াইকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।
এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)-সহ তিনটি বেসরকারি সংঘটন এই রিট আবদেন দায়ের করে। আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান সেতু। তিনি আদালতে বলেন, ৬ নভেম্বর সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ ও সচিত্র প্রতিবেদনে দেখা যাচ্ছে, সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনায় পুলিশ সদস্যদের জড়িত থাকতে দেখা গেছে। এই ঘটনা পুলিশ দিয়ে তদন্ত করলে সুষ্ঠু তদন্ত হবে না। পরে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়। বিডিপত্র/আমিরুল