গাইবান্ধায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্য ছিল জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা। র‌্যালীর শুরুতেই পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীদের চাপে পুলিশ র‌্যালী করার অনুমতি দিলে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মাস্টার, সহ-সভাপতি মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুবদল আহবায়ক মাহমুদুন্নবী রিটু, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, আলমগীর সাদুল্যা দুদু, কামরুল হাসান সেলিম, রফিকুল ইসলাম লুলু, ওয়াজেদ আলী সরকার, রেজাউল হক চৌধুরী, অ্যাড. হানিফ বেলাল, শফিকুল ইসলাম লিপন, সাজেদুর রহমান সাজু, অ্যাড. আব্দুল মজিদ, আইজার মিয়া, সেকেন্দার মাস্টার, মিজানুর রহমান মিজু, সাইদুর রহমান মাস্টার, কামরুল ইসলাম, নুরুজ্জামান প্রামানিক, শফিকুল ইসলাম রুবেল, অ্যাড. মনজুর মোর্শেদ, সাজ্জাদ হোসেন পল্টন, আব্দুর রাজ্জাক ভুটটু, জাহিদুরনবী তিমু, খন্দকার জাকারিয়া আলম জিম, আল আমিন, তারেকুজ্জামান তারেক প্রমুখ।

Comments (0)
Add Comment