গাইবান্ধায় মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের তিনদিনের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

 

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাঠেরহাট মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের নিজ কার্যালয়ে তিন দিন বেপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার প্রধান আলোচক বি টি পি এস এর নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক, ও কনসালট্যান্ট ডঃ আবুল ফজল। এসময় উপস্থিত ছিলেন বি টি পি এস এর সমন্বয়কারি সরদার মুনিরউজ্জামান, বি টি পি এস এর পিডি মাসুদ আহমদ, জে কে জি এস এর নির্বাহী পরিচালক বশিরুল আলম, প্রকল্পটি বাস্তবায়িত হবে, কাউন্টার পার্ট ইন্টার ন্যাশলান ডোনার এজেন্সী, মাধ্যম। তিনদেনের সমাপনী কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলার মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের অফিস কর্মকর্তা বৃন্দ ও ১৫ টি ইউনিয়নের সুপার ভাইজার বৃন্দ।

Comments (0)
Add Comment