গোলান পর্বত থেকে ৩২ জাতিসংঘ শান্তিরক্ষীকে উদ্ধার

সংঘাতরত সিরিয়ার গোলান পর্বত থেকে ৩২ জাতিসংঘ শান্তিরক্ষীকে উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধার করা সবাই ফিলিপাইনের অধিবাসী।

রোববার জাতিসংঘের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

তিনি জানা, বর্তমানে সেখানে শান্ত অবস্থা বিরাজ করছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। 

এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ৪০ সদস্যদের আরো একটি শান্তিরক্ষী দল বিদ্রোহীদের কাছে সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পর গুলাগুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

জাতিসংঘ মিশনে কর্মরত ফিলিপাইনের লেফটেন্যান্ট কর্ণেল র‌্যামন জাগালা জানান, তারা সিরিয়ায় তাদের সকল অস্ত্র নিয়ে পূর্বের অবস্থান পরিবর্তন করেছেন। 

আলকায়েদার সঙ্গে সংযুক্ত নুসরা ফ্রন্ট বিদ্রোহীরা জানিয়েছে, তারা ৪৪ জন ফিজিয়ান সেনারক্ষীকেও বন্দী করেছে। 

তারা ইসরাইলের দখলকৃত গোলান মালভূমির ক্রসিং পয়েন্টও দখল করে নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

Comments (0)
Add Comment