রুহুল আমিন, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবেশীর লাঠির আঘাতে বিথি আক্তার নামে ৪ মাসের এক শিশু কন্যা নিহত হয়েছে। উপজেলা শালিকাদহ গ্রামে মঙ্গলবার ভোর রাতে এ নিহতের ঘটনাটি ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে শালিকাদহ গ্রামের নজরুল ইসলামের বাড়িতে স্ত্রী বিলকিস বেগমের সাথে পারিবারিক কলহের কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে নাজমুল ইসলাম তার স্ত্রী বিলকিস বেগমকে মারধর করতে থাকেন। বিলকিস বেগমের চিৎকারে প্রতিবেশী আব্দুস সাত্তার, সাদেকুলের পরিবারের লোকজন নজরুলের বাড়িতে বাধা দিতে আসে। এ সময় নজরুল ও প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা শুরু হয়। প্রতিবেশীরা নজরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে লাঠির আঘাতটি নজরলের মাথায় না লেগে তার কোলে থাকা ৪ মাসের শিশু কন্যা বিথি আক্তারের মাথায় আঘাত লাগে। এতে শিশু কন্যা বিথি আহত হলে উপজেলার বলগাড়ী বাজারে ডা. নজরুল ইসলামের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায়। এরপর ভোররাতে শিশুটি মারা যায়। পুলিশ বুধবার সকালে বিথির লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহত বিথির পিতা নজরুল ইসলাম ৩ জনকে আসামীকে করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি নুরুজ্জমান চৌধুরী জানান, রাতেই আসামীরা পালিয়েছে তবে তাদের আটক চেষ্টা চলছে।