চট্টগ্রামে অটোরিকশা বন্ধের দাবিতে মহাসমাবেশের ডাক

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে আগামী ২১ অক্টোবর লালদীঘিতে
মহাসমাবেশের ডাক দিয়েছে প্যাডেল রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালক-মালিকদের চারটি সংগঠন। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রয়োজনে বন্দর নগরী অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। মহাসমাবেশের ডাক দেওয়া চারটি সংগঠন হলো চট্টগ্রাম অটোরিকশা-অটোটে¤েপা শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি ও চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ। সমাবেশে চট্টগ্রাম অটোরিকশা-অটোটে¤েপা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক হারুনুর রশিদ বলেন, ২১ অক্টোবর নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল স¤পূর্ণ বন্ধ থাকবে। “এরমধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ না নিলে মহাসমাবেশ থেকে ধর্মঘট-অবরোধ-হরতাল দিয়ে চট্টগ্রাম অচল করে দেয়া হবে। তখন কোনো ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে।” মহাসমাবেশ সফল করতে ১৪ ও ১৫ অক্টোবর নগরীর থানাগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন হারুনুর রশিদ। চার সংগঠনের প্রধান উপদেষ্টা ওজিউল্লাহ বলেন, গত ৩ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের রায় দেয় আদালত। এরপর ব্যাটারিচালিত রিকশার চালক-মালিকরা চেম্বার জজের কাছে আবেদন করলে তিনি তা নাকচ করে দেন। “৩১ অগাস্ট থেকে পুলিশ প্রশাসন চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয়। কিন্তু ১৯ দিনের মাথায় আবার ব্যাটারিচালিত রিকশা চালু হয়।” হাই কোর্টের প্রতি অভিযোগ করে ওজিউল্লাহ বলেন, “একটি নিবন্ধনহীন মালিক সংগঠন উচ্চ আদালতে গিয়ে ছয় মাসের জন্য অনুমতি পেল। উচ্চ আদালতের প্রতি সম্মান রেখে বলছি, একটি আদালত যখন ঢাকা-চট্টগ্রামে ব্যাটারি রিকশা নিষিদ্ধ করে রায় দেন তখন অনুমতি দেয়া এ আদালত কোথায় ছিলেন?” চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১২ সেপ্টেম্বর ছয় মাসের জন্য ওই সংগঠনের মালিকানাধীন ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন। ১৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানোর পর ১৯ সেপ্টেম্বর থেকে বন্দর নগরীতে আবার ব্যাটারিচালিত রিকশা চলা শুরু হয়। সমাবেশে চট্টগ্রাম অটোরিকশা-অটোটে¤েপা শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন বলেন, আদালত, চট্টগ্রামের মেয়র, পুলিশ প্রশাসন ও বিআরটিএ ব্যাটারিচালিত রিকশাকে অবৈধ ঘোষণা করেছে। এক দেশে দুই আইন চলতে পারে না। “চালক ভাইদের বলছি, আপনারা ব্যাটারি খুলে প্যাডেলে চালান। আপনাদের সাথে আমাদের শত্র“তা নেই। ব্যাটারি রিকশা বন্ধ না হলে আমরা হরতাল দিতে বাধ্য হব।” সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া। এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর পুরাতন রেল স্টেশনে চার সংগঠনের হাজার খানেক সদস্য জড়ো হন। সেখান থেকে মিছিল করে প্রেস ক্লাবে আসেন তারা। মিছিল ও প্রেস ক্লাবের সামনে সড়কের এক পাশ বন্ধ করে প্রায় আধ ঘণ্টা সমাবেশ করায় নগরীর জামালখান, চেরাগী পাহাড় মোড়, বৌদ্ধ মন্দির, জুবিলী রোড, তিন পোল, নিউমার্কেট মোড়সহ বিভিন্ন এলাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত তীব্র যানজট ছিল।

Comments (0)
Add Comment