চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে উপজাতি এবং হতদরিদ্রদের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মৎস্যজীবী উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সিডিএ এলাকার গরিব, অসহায় ও শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয। সংগঠনের সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্যজীবী উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটির মহানগর উপদেষ্টা আবুল কালাম আবু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক মো. আমিনুল আমিন আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক মো. সবুজ, অর্থ-সম্পাদক মো. রবিউল, সহ-অর্থ সম্পাদক মো. বাদশা, সহ-অর্থ সম্পাদক মো. আনোয়ার, প্রচার সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ও মহিলা সম্পাদিকা শাহিদা বেগম। শেষে এলাকার গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দরাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment