ফরিদপুরের চরভদ্রাসন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, ‘দৈনিক ফতেহাবাদ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ লিয়াকত আলী লাভলু ও সাংগঠনিক সম্পাদক, ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকার চরভদ্রাসন প্রতিনিধি মোঃ মনির হোসেন পিন্টুর বিরুদ্ধে পার্শ্ববর্তী থানার চর রামনগড় (আলী হোসেন খলিফার ডাঙ্গী) গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা কামালের স্ত্রী তাছলিমা খানম(৩৬) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে হিংসাতœকভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দস্যুতা ও নারী নির্যাতনকারীর মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর। এ ব্যাপারে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এস.আই. স্বপন কুমার একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন ।
জানা যায় তাছলিমা খানম ফরিদপুর পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর ১৬ই মার্চ দুই সাংবাদিক এবং শিক্ষক ডাঃ আঃ কাদের মোল্যার নামে অভিযোগ দায়ের করলে তারা বিষয়টির সত্যতা নিরুপনের জন্য চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য এস আই স্বপন কুমারকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে গত ৩ এপ্রিল এস.আই. স্বপন কুমার ৪৬৫ নং স্মারকে প্রতিবেদন পাঠান। উক্ত প্রতিবেদনে প্রকাশ, উপজেলার পূর্ব বি.এস. ডাঙ্গী গ্রামের দুই সাংবাদিক ও প্রতিবেশি স্কুল শিক্ষক ডাঃ আঃ কাদের মোল্যাকে জড়িয়ে ফরিদপুর পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর যে অভিযোগ দায়ের করেছে তাছলিমা খানম তা মিথ্যা ও বানোয়াট । এ ব্যাপারে অভিযোগকারী তাছলিমার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন। এ ব্যাপারে সাংবাদিক মনির হোসেন পিন্টু শিক্ষক আঃ কাদের বলেন তাছলিমা এলাকায় লম্পট হিসাবে পরিচিত আমাদের ফাঁসাতে সে মিথ্যা অভিযোগ করেছে। এদিকে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ব্যাপারে ক্ষোপ প্রকাশ করেছে সাংবাদিক মহল তারা আশা করেন এ ব্যাপারে জেলা প্রশাসক পুলিশ সুপার যথাযথ ব্যাবস্থা গ্রহন করবেন।