জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্লক প্রাপ্ত কো-অর্ডিনেশন বিজিসিসি’র কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম। তাছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, সাধারণ সম্পাদক হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ডাউকী ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারেক হোসেন, হারদী ইউপি সচিব সোহরাব হোসেন, জামজামি ইউপি সচিব আলমঙ্গীর হোসেন, ভাংবাড়ীয়া ইউপি সচিব চির কুমার সাহা কনক, গাংনী ইউপি সচিব মোশাররফ হোসেন, মহিলা মেম্বার রহিমা খাতুন, সাজেদা খাতুন, হাছিনা খাতুন প্রমুখ।