চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় ইংলিশদের


স্পোর্টস ডেস্ক:
সেন্ট জ্যাকব পার্ক, ব্যাসেলে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় পেয়েছে ইংল্যান্ড। ওয়েলবেকের জোড়া গোলে রয় হজসনের শিষ্যরা ২-০ ব্যবধানে হারায় সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডের ঘরের মাটিতে গত ৩৩ বছরে সুইজারল্যান্ড ইংলিশদের কোনো ম্যাচে হারাতে পারে নি। সর্বশেষ ১৯৮২ সালে তারা এই বেসিলেই বিশ্বকাপের একটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল সুইসরা। ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি একটিও। তবে, ২৯ মিনিটে এগিয়ে যেতে পারতো ইংলিশরা। ওযেলবেকের ভুলে আর রুনির আলসেমিতে গোলের সুযোগটি নষ্ট হয়। এর চার মিনিট পর গোলের সুযোগ হাতছাড়া করে সুইসরা। শাকিরির নেওয়া শট রুখে দেন ইংলিশ গোলরক্ষক হার্ট। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পেলে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় সুইজারল্যান্ড আক্রমণ করে ইংলিশ শিবিরে। জাকা বাম পাশ দিয়ে রদ্রিগেজকে লক্ষ্য করে বল বাড়ান। কিন্তু রদ্রিগেজ সেটি গোল বারের উপর দিয়ে মেরে বসেন। অবশেষে ইংলিশরা গোলের দেখা পায়। রাহিম স্টিরলিংয়ের অসাধারণ দক্ষতায় ৫৮ মিনিটে বাড়ানো বল থেকে গোলটি করেন দানি ওয়েলবেক। আর নিজের দ্বিতীয় গোলটি করতে ওয়েলবেক সাহায্য নেন রিকি ল্যাম্ববার্টের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলটি করেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এ মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া ওয়েলবেকের জোড়া গোলে ২-০ তে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

Comments (0)
Add Comment