স্পোর্টস ডেস্ক:
ইউরো-২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে বেশ বড় জয় পেল স্পেন। রসি’ গ্র“পের খেলায় মেসিডোনিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারায় দেল বস্ক শিষ্যরা। ব্রাজিল বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলতে ক’দিন আগেই একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল স্পেন। তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। সে ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। ফ্রান্সের বিপক্ষে হেরে বসেছিল বস্ক শিষ্যরা। ভ্যালেন্সিয়ার মাঠে স্প্যানিসদের হয়ে গোল করেন সার্জিও রামোস, প্যাকো আলকাকের, বাসকুয়েটস, ডেভিড সিলভা ও পেদ্রো। আর মেসিডোনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আজিম ইব্রাইমি। ম্যাচের ১৫ মিনিটেই রামোস দলকে এগিয়ে নেন। মেসিডোনিয়ার মজসেভেরের অবৈধ বাধা থেকে পেনাল্টি পেলে সেখান থেকে গোল করেন রামোস। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন আলকাকের। জুয়ানফ্রানের বাড়ানো বল থেকে মেসিডোনিয়ার জাল খুঁজে পেতে কষ্ট হয়নি জুনিয়ন টিমের এ ফুটবলারের। ম্যাচের ২৮ মিনিটে জুয়ানফ্রান তারাকোভস্কিকে ফাউল করলে এবার মেসিডোনিয়ানরা পেনাল্টি পায়। আর সে সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি আজিম ইব্রাইমি। প্রথমার্ধের ৪৫ মিনিটে সিলভার একটি ভলি দারুন দক্ষতায় রুখে দেয় মোসিডোনিয়ার গোলরক্ষক পেকোভস্কি। তবে, এর তিন মিনিট পর আলকাকেরের বাড়ানো বলে বাসকুয়েটস শট নিলে আবারো এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে জরদি আলবার সহায়তায় গোল করেন সিলভা। আর পঞ্চম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। সিলভার পাস থেকে বল পেয়ে গোলটি করেন পেদ্রো। ৫-১ এ বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের শিরোপাধারী স্পেন।