ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

রংপুর অফিস:

ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত পাবলিক লাইব্রেরি মাঠে গত ০৩ জানুয়ারি ২০১৫ ইং বর্ণাঢ্য র‌্যালি এবং বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র সমাবেশে মেহেদি হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমতাজ উদ্দিন আহম্মেদ জেলা পরিষদ প্রশাসক ও ভারপ্রাপ্ত সভাপতি রংপুর জেলা আওয়ামীলীগ, সাফিউর রহমান সাফি সভাপতি মহানগর আওয়ামী লীগ, অধ্যাপক আবুল মাজেদ বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর জেলা আওয়ামী লীগ, শাহিনুর রহমান সোহেল, তুষার কান্তি মন্ডল সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. দিলশাদ মুকুল, নওশাদ রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ, আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ, জাসেম বিন হোসেন জুম্মন শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রংপুর জেলা আওয়ামী লীগ, এবিএম সিরাজুম মুনির বাশার আহবায়ক মহানগর যুবলীগ, যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, লক্ষ্মিন চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ ফখরুল হাসান লিউ। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক ও বিভিন্ন কলেজের সভাপতি/সম্পাদক এবং বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন রাকিবুল হাসান কানন সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ।

Comments (0)
Add Comment