এম আর মিলন(ব্যুরো প্রধান) :
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য সহ পাহাড়তলী থানা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ০৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআই/মোঃ জসিম উদ্দিন, এসআই জাহেদ, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য ১। মো: রাহাত উদ্দিন(৩১), পিতা-মৃত আজিজুর রহমান, মাতা-মমত জায়েদা বেগম, সাং- লাকী হোটেল গলি, ওসি মিয়া মাষ্টার বাড়ী, মধ্যম সরাইপাড়া, থানা-পাহাড়তলী, জেলা চট্টগ্রামসহ পাহাড়তলী থানা শ্রমিকলীগের সদস্য ২। মোঃ রাসেল আলী (২৬), পিতা-মোহাম্মদ আলী, মাতা-পেয়ারা বেগম, সাং-মধ্যম মহাদেবপুর, ভুইয়া পাড়া, ০৪ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কোহনারার ভাড়াটিয়া, বি-ব্লক, বিশ্বকলোনী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৩। মো: রবিন শেখ(৩১), পিতা-মো: রশিদ শেখ, মাতা-ইয়াসমিন আক্তার, সাং-নয়ানন্দ, সারেং বাড়ি, ইউনিয়ন ধীপুর, থানা-টঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-বহরা মসজিদ, নাসিমা কামাল ভবন, ৩য় তলা, সরাইপাড়া, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৪। নয়ন চাকমা প্রঃ ফারুক আহম্মদ (৫১), পিতা- সমিরন চাকমা, স্থায়ী সাং-রাঙ্গামাটি, বনরূপা ত্রিদীপ, নগর বলপেইয়া আদাম, থানা- রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, বর্তমান-সরাইপাড়া, উত্তর গ্রীণভিউ আ/এ, হাবিব ম্যানশন প্রঃ লিপিস্টিক বিল্ডিং, থানা- পাহাড়তলী, জেলা -চট্টগ্রাম, ৫। মো: নুরুন নবী(৪২), পিতা-আবুল বাশার, মাতা-পেয়ারা বেগম, সাং-খুশিপুর, ইউসুফ ভূইয়া বাড়ী, ওয়ার্ড নং-০১, ০৮ নং জয়লস্কর ইউপি, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমানে-চল্লিশ কেয়াটার, হাজী আহসান উল্লাহ এর বাড়ি, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম ও শ্রমিক লীগের সদস্য ৬। মোঃ রেজোয়ান(২৩), পিতা-মোঃ লোকমান, মাতা-রোকসানা বেগম, সাং-সাগরিকা মোড়বাইন্যাপাড়া, জালালের ভাড়াঘর, বাইন্যাপাড়া মসজিদের পাশে, থানা-পাহাড়তলী।
আসামীদেরকে ১৯ তারিখ রাত ১১.৩০ টা হইতে ২০ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় পর্যন্ত সাগরিকা, বিটাক, একে খান, পাহাড়তলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদেরকে
সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৯ জুলাই, ২০২৫; জি আর নং-১৪৯, তারিখ- ২৯ জুলাই, ২০২৫; ধারা- ৬(২)/৮/৯/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) মূলে এবং পাহাড়তলী থানার মামলা নং-০৯, তারিখ: ২৩/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ৩/৪, বিস্ফোরক আইন, ১৯০৮ মূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।