তিনি আজ সোমবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করতে নীতিনির্ধারকদের তিনি আহবান জানান।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, এখনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রথমে ছাত্রসংগঠনকে নীতিপরায়ণ করে তুলতে হবে। তাদের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। এ জন্য ছাত্রলীগের সাবেক নীতিপরায়ণ নেতা তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদেরের মতো নেতাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। তারা সারাদেশে ঘুরলেই ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনে শৃঙ্খলা, আদর্শ ও নীতিপরায়ণতা ফিরে আসবে বলেও মনে করে তিনি।
বাংলাদেশেরপত্র/এডি/আর