খুলনা প্রতিনিধি: ‘যখন মায়ানমারে মুসলিম নির্যাতিত হয়, ফিলিস্তানে মুসলিমরা নিহত হন তখন এরা কোথায় থাকে। এই সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, এই সকল জঙ্গিরা ইসলামের কেউ নয়, এদের ইসলাম ইসলামই নয় ‘। শনিবার খুলনা সদর থানা আ.লীগের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দানকালে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এ কথা বলেন।
গুলশানের রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা পিকচার প্যালেস মোড়ে সকাল সাড়ে ১০ এ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময়ে আরও বক্তব্য রাখেন মো বাবুল রানা, সদর থানা আ.লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম সহ আ.লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ।