নীলফামারী প্রতিনিধি : জলঢাকা-রংপুর সড়কের শুকান দীঘি নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। রোববার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডিমলা উপজেলা সর্দার হাট গ্রামের আফিজ উদ্দিনের ছেলে বুলেট (১৮) ও ডিমলা আদর্শ উচ্চবিদ্যালয় সংলগ্ন হরিদাশ রায়ের ছেলে সকিন্দ্র নাথ রায় (২২)।
গংগাচড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম এ মান্নান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।