জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত

দেশের বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামী ২৬ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ২৬ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment