জাপানে জন্মহার হ্রাসে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৪ সালে জাপানে জন্মহার হ্রাসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন জন্ম নেয়া শিশুর সংখ্যা ২০১৩ সাল থেকে ৯,০০০ হাজার কমে গিয়ে ২০১৪ সালে ১০ লাখ ১ হাজারে এসে দাঁড়িয়েছে। চারবছর ধরে দেশটিতে জন্মহার অনবরত হ্রাস পাচ্ছে। বিপরীতে মৃতুহার ক্রমাগত বাড়ছে। ২০১৪ সালে দেশটির ১৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন। কিছু হিসাবে বলা হচ্ছে, এই ধারা চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ দেশটির জনসংখ্যা বর্তমান সংখ্যা থেকে ৩ কোটি হ্রাস পেয়ে ৯ কোটি ৭০ লাখেরও কম হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জনসংখ্যা হ্রাসের প্রভাবে জাপান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে দেশটির প্রবৃদ্ধি অর্জনের ক্ষমতা ও জিডিপি হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। ওই পরিস্থিতিতে দেশটির পেনশন সিস্টেম ও সামাজকল্যাণমূলক অন্যান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে দেশটির গ্রামীণ এলাকার জনপদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।

Comments (0)
Add Comment