জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদকসহ চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে হল শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল। শনিবার বিকাল সাড়ে ৫টায় তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ (নৃবিজ্ঞান, ৩৮তম ব্যাচ), ছাত্রলীগকর্মী এ কে খায়রুজ্জামান ওরফে সঞ্চয় (ইতিহাস, ৪১তম ব্যাচ), শান্ত কুমার নাথ (পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪১তম ব্যাচ) ও ইশতিয়াক আহমেদ ওরফে বিজয় (রাসয়ন বিভাগ, ৩৯তম ব্যাচ)। আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৪টায় ভাসানী হল শাখার সভাপতি শাকিলের সমর্থক নেতাকর্মীদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর সমর্থক নেতাকর্মীরা। এতে সভাপতির সমর্থক ১০ জন আহত হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী, মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।