জামিন আবেদন নাকচ, ৩ দিনের রিমান্ডে মির্জা ফখরুল

fokrulস্টাফ রিপোর্টার:
গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ গত কাল তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মির্জা ফখরুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চান মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এএসআই এনায়েতুর রহমান। তার রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে ফখরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় শুনানির দিন থাকায় সোমবার বিকেলে ফখরুলকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে ফখরুলকে আসামি করে এই মামলা হয়। এরপর ৭ জানুয়ারি প্রেসক্লাব থেকে গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Comments (0)
Add Comment