জায়ান্ট গুগল কোটি ডলার ফেরত দেবে


রকমারি ডেস্ক:
‘ইন-অ্যাপ-পারচেজ’ থেকে পাওয়া ১ কোটি ৯০ লাখ ডলার ব্যবহারকারীদের ফেরত দেবে টেক জায়ান্ট গুগল। বাচ্চাদের হাতে হওয়া ‘ইন-অ্যাপ-পারচেজ’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ব্যবহারকারীদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইন-অ্যাপ-পারচেজ’ এর বিল পরিশোধ প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। ব্যবহারকারীর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে ইন-অ্যাপ-পারচেজ বা অন্যান্য অ্যাপ পারচেজ স¤পর্কিত ¯পষ্ট ও তথ্যবহুল অনুমতি নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফটিসি সভাপতি এডিথ রামিরেজ বলেন, “আমেরিকায় স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি গ্যাজেটস ব্যবহারকারী পরিবারের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। দ্রুত উন্নয়নশীল এই বাজারে ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়টি খেয়াল রাখতে হবে গ্যাজেটস ও অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।’ এর আগে জানুয়ারিতে নিজেদের ইন-অ্যাপ-পারচেজ প্রক্রিয়া পরিবর্তন করে টেক জায়ান্ট অ্যাপল, ব্যবহারকারীদের ফেরত দেয় ৩ কোটি ২৫ লাখ ডলার। বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে যে কোনও কিছু কিনতে হলে প্রয়োজন হয় পাসওয়ার্ড।

Comments (0)
Add Comment