জিকা ভাইরাস নিয়ন্ত্রণে সেনা নামাচ্ছে ব্রাজিল

জিকা ভাইরাস নিয়ন্ত্রণে সেনা নামাচ্ছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক: জিকা ভাইরাসের বাহক মশা দমন করতে সেনাবাহিনী নামানোর ঘোষণা দিয়েছে ব্রাজিল। দেশটিতে মশা নিয়ন্ত্রণে দুই লাখ ২০ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। জিকা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্বলিত লিফলেট নিয়ে সেনাসদস্যরা বাড়ি বাড়ি যাবেন।

মাতৃগর্ভে শিশুদের মস্তিষ্ক বিকাশে ব্যাঘাত ঘটায় ভাইরাসটি। সম্প্রতি ব্রাজিলে জন্ম নেয়া হাজার হাজার ছোট মাথার শিশু জন্মের জন্য জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে।

‘ব্রাজিল জিকা ভাইরাসবিরোধী লড়াইয়ে ক্রমেই হেরে যাচ্ছে’ দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কাস্ত্রো এমন মন্তব্য করার পর সেনা মোতায়েনের ঘোষণা দেয়া হল।

এই ভাইরাসের কোন চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। আগামী ১৩ ফেব্রুয়ারি মশার প্রকোপ রয়েছে এমন এলাকাগুলোতে সেনা পাঠানো শুরু হবে। সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment