কেফায়েত উল্লাহ, পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরের পত্তাশী (ছালাম মিয়ার হাট) বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ টি দোকান ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতে আনুমানিক ৩ টার দিকে পত্তাশী বাজারের একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই অগ্নিকান্ডে সমীরনের মিষ্টির, বশিরের বইয়ের, ডাঃ নিতাইর ঔষুধের ফার্মেসী, মারুফের ফটোকপি, সরোয়ারের চায়ের, আরাফাতের ঔষধের, সবুজের চায়ের, ছোমেদে ও জাফরের মুদি এবং রতনের সুপারির গুদাম সহ ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়। রাতেই সংবাদ পেয়ে পিরোজপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনেন। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমান, জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো: মোজাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ওসি কেএম মিজানুল হক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।