জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে চরণী পত্তাশী ২টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম (কালি মন্দির) মঙ্গলবার দিনগত রাত্রে একদল দূর্বৃত্তরা ভাংচুর করে বলে অভিযোগ করেন। সরেজমিনের গেলে মন্দিরের সেবাই যগোদীশ চন্দ্র ও মন্দিরের সাধারণ সম্পাদক পুলুকেশ চন্দ্র হালদার তিনি বলেন, সকালে পূজা দিতে এসে দেখি কালি মন্দিরের প্রতিমার মাথা ও মহাদেব প্রতিমা এর মাথা বিচ্ছন্ন করা অবস্থায় পরে থাকে। কে বা কাহারা আমাদের এই প্রতিমা ভাংচুর করে তা আমরা জানি না। বিষয়টি জানাজানি হওয়ার পরে ঘটনাস্থলে পরিদর্শন করেন পিরোজপুর জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মৃর্ধা মো. মোজাহিদুল ইসলাম, ওসি এ.কে.এম মিজানুর হক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নের্তৃবর্গ। ওসি মিজানুর হক জানায় প্রতিমা ভাংচুর করার তদন্ত চলছে এখন পর্যন্ত কোন মামলা হয় নাই।