জীবনের নতুন ইনিংস শুরু রুহির


বিনোদন ডেস্ক:
জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রুহি। বাজতে যাচ্ছে তার বিয়ের সানাই! পাত্র লন্ডনপ্রবাসী নির্মাতা মনসুর আলী। ২৫ আগস্ট বিকেলে রুহি জানান, আগামী ৩ সেপ্টেম্বর তাদের আকদ হবে। পরদিন উত্তরা ক্লাবে গায়ে হলুদ। আর গুলশান ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ৫ সেপ্টেম্বর। মনসুর আলীর পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে অভিনয় করেছেন রুহি। প্রায় আড়াই বছর আগে এ ছবির কাজ করতে গিয়েই দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এবার দুই পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ের আয়োজন করা হচ্ছে। রুহি সম্প্রতি মহুয়া চক্রবর্তী পরিচালিত ভারতের বাংলা ছবি ‘গ্ল্যামার’-এ অভিনয় করেছেন। এ ছাড়া তার হাতে আছে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা চৌধুরীর ‘মায়ানগর’, আমিনুল ইসলাম বাপ্পি পরিচালিত ‘থ্রি ইল্লিগ্যাল’।

Comments (0)
Add Comment