বিনোদন ডেস্ক:
‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ অঙ্কুশের বিপরীতে জুলিয়েট হচ্ছেন মাহিয়া মাহি, সে খবরটা পুরনো। তবে নতুন খবর এই যে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই সিনেমায় ঢালিউডের মাহি নয়, টালিগঞ্জের নায়িকা শুভশ্রীর কথাই ভেবেছিলেন এসকে মুভিজের প্রযোজক হিমাংশু ধানুকা। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুভশ্রী সময় দিতে না পারায় মাহিকে জুলিয়েট চরিত্রের জন্য মনোনীত করেছেন তিনি। “আমি চেয়েছিলাম শুভশ্রীর সঙ্গে কাজ করতে। সেই মতো লন্ডনের শিডিউলও তৈরি করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শুভশ্রীর ডেট নিয়ে এত সমস্যা হল যে বাধ্য হয়েই আমাকে এ সিদ্ধান্ত নিতে হল।” এর পর শুভশ্রীকে না পেয়ে বাংলাদেশ থেকে নায়িকার খোঁজ শুরু করেন তিনি। অভিনেত্রী মাহিয়া মাহিকে মনে ধরলে যোগাযোগ করেন, পরিচালক অনন্য মামুনের সঙ্গে। অবশেষে মাহিকেই চূড়ান্ত করেন তিনি। অপরদিকে চলচ্চিত্রটির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন বলে বেড়াচ্ছেন, সিনেমার গল্প চূড়ান্ত হওয়ার পরই নাকি ওপার বাংলার পরিচালক অশোক পাতি ও তিনি মিলে জুলিয়েট চরিত্রের জন্য মাহিকেই নির্বাচন করেন। শুভশ্রীর ব্যাপারটি পুরোপুরি লুকিয়েছেন মামুন। তবে শুভশ্রী মাহির অভিনয়ের বিষয়টি জানার পর তাঁর জন্য শুভ কামনা জানিয়েছেন। তিনি জানান, “ডেট এর ঝামেলার জন্য সিনেমাটি করতে পারলাম না। বাংলাদেশি নায়িকা সিনেমাটি করছে শুনলাম। আশা করি সিনেমাটি খুব ভালো হবে।” আজ ১৭ই সেপ্টেম্বর থেকে লন্ডনে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ।