ঝিনাইদহে আদালত থেকে ৫ জামায়াত-শিবির কর্মী আটক

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ডিবি পুলিশ জামায়াত শিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে দুপুর ১২টার সময় তাদেরকে আদালত চত্বর থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের হাফেজ গোলাম মোস্তফা (৩০), ওলিয়ার রহমান মিলন (৪৮), দহরামপুর গ্রামের মাহফুজুল হক (৩৫), শিশারকুন্ডু গ্রামের মঈন উদ্দীন (৪৫) ও কালীগঞ্জের ষাইটবাড়িয়া গ্রামের শহিদ মাস্টারের ছেলে শাহাবুদ্দিন (২২)। এর মধ্যে আটক মঈন উদ্দীন কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার সহ-সুপার বলেও জানা যায়।
আটকের পর ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি ওমর ফারুক এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই সাথে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও করেছেৃন তিনি। আটককৃতরা সবাই তাদের চলমান সকল মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাদেরকে বাড়তি হয়রানি ও অর্থ বাণিজ্য করার জন্য আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ডিবি পুলিশের ওসি সলেমান মোল্লা জানান, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে।

Comments (0)
Add Comment