ঝিনাইদহে জামায়াতের যশোর জেলা আমির বোমাসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধি: জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির আজিজুর রহমান (৫০) ও ঝিনাইদহ ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাজ্জেল হোসেন (৫২) কে আটক করেছে পুলিশ। এসময় নাশকতায় ব্যবহৃত ৫ টি পেট্টোল বোমা উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নাশকতা সৃষ্টির জন্য ঝিনাইদহ শহরের পবহাটির মোহাজ্জেল হোসেনের বাড়ীতে গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যানোরা পালিয়ে গেলেও আজিজুর রহমান ও মোহাজ্জেল হোসেনকে আটক করা হয় এবং নাশকতার কাজে ব্যবহৃত ৫ টি পেট্টোল বোমা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আটক আজিজুর রহমানের নামে যশোর কোতয়ালী থানায় ২ টি নাশকতার মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment