ঝিনাইদহ বেঁদে পল্লীতে ডাকাতি প্রাণভয়ে এলাকা ছাড়ছে সবাই

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল মহা সড়কের পাশে বেঁদে পল্লীতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটে নিয়ে গেছে নগদ ১০হাজার টাকা ও ¯¦র্ণের গহনা। বুধবার দিবাগত রাতে এ ডাকাতি ঘটনায় আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার সকালে পালিয়ে গেছে ১৫টি পরিবার।
বেঁদে সর্দার মোহাম্মদ আলী জানান, আমরা ১২ দিন যাবৎ টার্মিনাল মহাসড়কের রাস্তার পাশে ১৫টি পরিবার ঘর বেঁধে ছিলাম। বুধবার গভীর রাতে একদল ডাকাত অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের পল্লীতে থাকা আছমত আলীর ঘরে হানা দেয়। এসময় ডাকাতরা তাদের ব্যবহারকৃত ব্যাগ নিয়ে চলে যায়। যার মধ্যে ছিল কোরবানির জন্য অনেক কষ্টে গোছানো ১০ হাজার টাকা, ¯¦র্ণের গহনা ও গাছ গাছরা ঔষধ। এখানে আমাদের কোন নিরাপত্তা নেয়। তাই জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, বিষয়টি তাদের জানা নেয়। তবে কোন স্বার্থাণ্বেষী মহল এ কাজ করতে পারে বলে তিনি ধারনা করেন।

Comments (0)
Add Comment