টটেনহামের ৫ গোল চেলসির জালে!

স্পোর্টস ডেস্ক:
ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি হতাশায় কাটল চেলসির। বৃহস্পতিবার টটেনহাম হটস্পারের কাছে ৫-৩ গোলের লজ্জাজনকভাবে হেরেছে তারা। তবে টটেনহাম হটস্পারের বিপক্ষে প্রথমে গোল করে চেলসিই এগিয়ে গিয়েছিল। ম্যাচের ১৮ মিনিটে গোল করে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়াড়ে ভাসান দুর্দান্ত ফর্মে থাকা দিয়াগো কোস্তা। কিন্তু ৩০ মিনিটে টটেনহাম হটস্পারকে সমতোায় ফেরান কেন। এরপর ৪৪, ৪৫ এবং ৫২ মিনিটে পরপর তিন গোল করে চেলসিকে বিধ্বস্ত করে স্পার্শরা। গোলদাতা হলেন যথাক্রমে রোস, টাউনসেন্ড এবং প্রথম গোলের নায়ক কেন। ৬১ মিনিটে চেলসির হয়ে আরেকটি গোল করেন ইডেন হ্যাজার্ড। ৭৮ মিনিটে পেনাল্টিতে গোল করে টটেনহামের চাদলি। আর ৮৭ মিনিটে জন টেরি গোল করলেও কেবল ব্যবধানটাই কমল তাদের। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে চেলসি। ২০১৪ সালটা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ করে তারা। কিন্তু নতুন বছরের শুরুতেই ৫-৩ গোলের পরাজয় চেলসির জন্য বড় এক লজ্জার। তবে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে চেলসি। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। আর তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির মতো নতুন বছরে পরাজয় দেখেছে আর্সেনালও। এদিন সাউদাম্পটন ২-০ গোলে আর্সেনালকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট দখল করেছে। আর লিভারপুল ২-২ ব্যবধানে ড্র করেছে লিচেস্টারের সঙ্গে।

Comments (0)
Add Comment