এএসপি মহিউদ্দিন বলেন, রাতে যুগনী হাটখোলা এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে র্যাব জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোলাগুলির এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।