চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২৫শ’ টাকা (একমুখী), কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৩৯শ’ টাকা (একমুখী), যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী), সৈয়দপুর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) এবং সিলেট রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) নির্ধারণ করেছে নভোএয়ার।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর তিনটি, সৈয়দপুর তিনটি, কক্সবাজার দুটি, সিলেট একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।