টুইন টাওয়ারে হামলার স্মরণসভায় হঠাৎ অসুস্থ হিলারি

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। এতে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে হয় তাকে।
নিউ ইয়র্ক পোস্টের খবরে জানানো হয়, রবিবার সকাল ১০ টার কিছুক্ষণ আগে ৬৮ বছর বয়সী হিলারি জ্ঞান হারানোর মত হয়ে পড়েন। এসময় ১১ সেপ্টেমর হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জনের স্বজনরা তাদের নাম বলছিলেন।
সকাল ৯টা ৫৮ মিনিটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ ভবনটি ভেঙে পড়ার স্মরণে নিরবতা পালন করার কথা ছিল। ঠিক তার আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়েন হিলারি। একজন প্রত্যক্ষদর্শী জানান, নিজের পায়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হিলারির পা থেকে এক পাটি জুতা খুলে যায়। এসময় তার নিরাপত্তাকর্মীরা তাকে পার্শ্ববর্তী একটি ভ্যানে নিয়ে যায়। এর পরপরই ওই যায়গাটি থেকে চলে যান হিলারি।

Comments (0)
Add Comment