কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৯৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৪২ এর একটি দল। গতকাল ভোরে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার আবদুল আমিনের স্ত্রী আজিজা খাতুন (২০), মীর কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (১৮), মৃত হাফেজ আহমেদের ছেলে রফিক আহমেদ (৩০) ও প্যান্ডল পাড়ার মৃত আবদুল মোনাফের ছেলে ওয়াজ করিম (৩৫)। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ চারজনের সঙ্গে আরো একজনকে পলাতক আসামি করা হয়েছে। তিনি হলেন ডেগিল্যার বিল এলাকার মীর কাশেমের ছেলে আব্দুল আমিন (৩০)। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল আব্দুল আমিনের বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে আগেই আব্দুল আমিন পালিয়ে যান। পরে ১৭ হাজার ৯৪৮ পিস ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়।