জানা গেছে, এই সদস্যরা ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়। মামলায় বলা হয়, গত ২৬ জুলাই টুইট বার্তায় এই ঘোষণা দেওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিনিয়র সামরিক কমান্ডারের সঙ্গে আলোচনা করেননি। রয়টার্স।