ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নাজমা নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। মঙ্গলবার বিকাল ৫ টায় গুয়াগাঁও হাফিজুল এর করাত কল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গুয়াগাঁও গ্রামের জামাল এর শিশু সন্তান নাজমা (১০) ব্রাক স্কুলে ২য় শ্রেণীর ছাত্রী। সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে সে ঘটনা স্থলে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment