এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি ডিরেক্টর জেনারেল মোঃ কামরুল হক পিএসসি সেক্টর কমান্ডার, ডিরেক্টর তুষার বিন ইউনুস কমান্ডিং অফিসার (বিজিবি-৩০), ডিরেক্টর আরিফুল হক কমান্ডার অফিসার (বিজিবি-১৮), সেক্টর ষ্টাফ অফিসার মোঃ আরিফ শাহরিয়ার সেক্টর ষ্টাফ অফিসার, এ্যাডিশন্যাল ডিরেক্টর মোঃ তুষার বিন ইউসুফ ও ভারতীয় বিএসএফের পক্ষে ব্রিগেডিয়ার এএস পানওয়ার ভিএসএম সেক্টর কমান্ডার, এসএইচ এল কে কে লাল কমান্ডার (বিএসএফ-১০৯), এসএইচ এ এস রাথর কমান্ডার(বিএসএফ ১৩৪), এসএইচ নানন্দ রাম কমান্ডার (বিএসএফ-১৩৯) সহ বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।