ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় সুমন রায় (৭) ও সনাতন রায় (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তাদের মা সহ আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকাল সাড়ে ৭টায় বৃষ্টিপাতের সময় নারায়ণপুর ও ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমন ও সনাতন রায় ওই উপজেলার নারায়ণপুর গ্রামের সুধারামের ছেলে। আহতরা হলেন- নারায়ণপুর গ্রামের সুধারামের স্ত্রী উলান রানী (৩৪), ভান্ডারা গ্রামের আকতারুল ইসলামের স্ত্রী নাজমা আকতার (২০), মকিবুদ্দিনের মেয়ে সুন্নি আকতার (১২) ও তার ভাই রাজিউর রহমান (১০)। আহতদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নারায়ণপুর গ্রামের সুধারামের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সুমন ও সনাতন রায়ের মৃত্যু ও তাদের মা আহত হয়। এ সময় তারা ঘরের বারান্দায় অবস্থান করছিলেন।
অপরদিকে, প্রায় একই সময় ভান্ডরা গ্রামে বজ্রপাতের ঘটনায় আরো তিনজন আহত হয়। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।